শুদ্ধিকরণ
-মাকসুদা সুলতানা ঐক্য
ধন্যবাদ হে শেখ হাসিনা
স্বস্তি অবশেষে,
এভাবেই ধরুণ ওদের
গুষ্টি সুদ্ধ ঠেঁসে।
খুব অনিয়ম চতুর্দিকে
চলছে ইদানিং,
পদের জোড়ে একেক জনে
যাচ্ছে বনে কিং!
টাকার এতো বৈষম্য
দেখিনি কেউ আগে!
দলের নেতা হয়ে সবাই
সব টেনে নেয় ভাগে।
মাঠ কর্মীর দারিদ্রতায়
হাইব্রিডরা হাসে,
তেল মাখিয়ে ওরাই এখন
থাকে নেতার পাশে!
নেতা যা খায় পাতিরা পায়
আধা আধি ভাগে,
ভরা পেটে থেকেও ওরা
জিহ্বা বাড়ায় আগে।
সব হয়ে যায় টাকার কুমির
নেতা হওয়ার পরে,
তৃণমূলের ভাত জোটেনা
ফিরলে নিজের ঘরে!
শুরু যখন করেছেনই
উপড়ে ফেলুন মূল,
দেখতে পাবেন কতো নেতা
ছিঁড়বে নিজের চুল।
অভিযানটা চালিয়ে নিন
প্রতিটি সেক্টরে,
দেশ তবেই শুদ্ধ হবে
ফিরবে ও সুখ ঘরে।।