শিল্প ও সাহিত্য ১৫ অক্টোবর, ২০১৯ ০৪:৫৬

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল উৎসব ও গ্রামীণ মেলা

ডেস্ক রিপোর্ট।। 

আত্মদর্শন আর মানবতাবাদের বাণী ছড়িয়েছেন ফকির লালন শাহ। তাঁর অসাম্প্রদায়িক চেতনা আর মানবসেবার আহবান যারা ছড়িয়ে দিচ্ছেন দেশ থেকে দেশান্তরে তাদের মিলনমেলা বসছে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায়। সাথে আছেন ভক্ত-অনুসারীরাও। আগামীকাল সন্ধ্যায় শুরু হচ্ছে তিন দিনের বাউল উৎসব ও গ্রামীণ মেলা।

জাত-পাত, শ্রেণী-গোত্রের বিচারে নয়-মানুষের আসল পরিচয় সে কেবলই মানুষ। এমন হাজারো সহজিয়া তত্ত্ব গানের মধ্য দিয়ে প্রকাশ ঘটেছে বাউল শিরোমনি লালন শাহর দর্শনে। সাঁইজির সেই দিক্ষা দেশ থেকে দেশান্তারে যারা ছড়িয়ে যাচ্ছেন তিরোধান দিবসে তাদেরই মিলন মেলা বসতে যাচ্ছে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আখড়া বাড়িতে।

গুরুর চরণধুলি নিতে দেশ-বিদেশ থেকে ছুটে আসছেন ভক্তরা। এরইমধ্যে সাঁইজির ধামে এসেছেন যারা খণ্ড খণ্ড মজমায় চলছে আধ্যাত্মিক গান আর আলোচনা। তিন দিনের এই উৎসবে থাকছে সাধু সঙ্গ, বাউল উৎসব আর কালী নদের পাড়ে গ্রামীণ মেলা। আয়োজন সফল করতে প্রস্তুত কর্তৃপক্ষ। থাকছে কয়েক স্তরের নিরাপত্তা।
 
কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, বাউল উৎসব ও গ্রামীণ মেলা উপলক্ষ্যে বেশ কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির মাধ্যমে পুরো আয়োজনটি দেখভাল করা হচ্ছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, পুরো আয়োজন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

ফকির লালন সাঁই দেহ ত্যাগ করেন পয়লা কার্তিক। সেই দিনটির স্মরণে প্রতি বছর তার ভক্ত-অনুসারিরা মিলিত হন ছেঁউড়িয়ার আখড়া বাড়িতে।