তুমি তো হলে মহান নেতা
সব বাঙালির মিতা,
তুমি তো তাই হয়ে আছে আজ
বাঙ্গালি জাতির পিতা।
তুমি তো ছিলে লৌহ মানব
বীর বাঙালির ঘরে,
আছো তুমি সধা সব বাঙ্গালির
হৃদয়ে শ্রদ্ধাভরে।।
তুমি তো ছিলে বাঙালির প্রাণ
থাকতে সবার মনে,
জীবন দিয়েছে লাখাে বাঙ্গালি।
তুমি ডেকেছাে শুনে।
তুমি তো ছিলে বাংলা গড়ার
স্বপ্নের কারিগর,
ভেঙ্গেছো তুমি বাংলা মায়ের
পরাধীনতার ঘর।
তুমি তো ছিলে বাংলা মায়ের
বুকে বোনা শত আশা,
আজীবন সব বাঙালি তোমায়।
দিয়ে যাবে ভালোবাসা।
লেখকঃ কামরুজ্জামান কফিল






















