স্বাস্থ্য সেবা ২৫ ডিসেম্বর, ২০২০ ০৯:৩৬

দেশে করোনায় আরও ২০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২০ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন হাজার ১৬৩ জন।

আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হাজার ১৬৩ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে লাখ হাজার ২৬৫ জন। আরও ২০ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে হাজার ৩৯৮ জন হয়েছে।

গত একদিনে বাসা হাসপাতালে চিকিৎসাধীন আরও হাজার ১১৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে লাখ ৪৮ হাজার ৮০৩ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।