স্বাস্থ্য সেবা ১২ অক্টোবর, ২০২২ ০৬:২০

দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:চলমান করোনা মহামারিতে দেশে আজ দেশে মৃত্যু হয়েছে  দুই জনের এবং আক্রান্ত হয়েছে ৪৫৬ জন। এ নিয়ে দেশে মোট মৃত ও শনাক্তের সংখ্যা যথাক্রমে বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৮৮ জন এবং ২০ লাখ ৩১ হাজার ৬ জন। দেশে একদিনে নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন ৪৯৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭১ হাজার ৭০০ জন।

বুধবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে একদিনে নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন ৪৯৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭১ হাজার ৭০০ জন।

আমাদের কাগজ//টিএ