স্বাস্থ্য সেবা ২ নভেম্বর, ২০২২ ০৭:৪০

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যুশূন্য, শনাক্ত ১৮৩

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ দেশে করোনা ভাইরাসে কোনো মৃত্যু নেই। তবে করোনা শনাক্ত হয়েছে ১৮৩ জনের দেহে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪২৪ জনে অপরিবর্তিত রয়েছে। আর নতুন ১৮৩ জনকে নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৫ হাজার ৫১৭ জন হয়েছে। বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮০২ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত হন ১৮৩ জন।শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৮১ শতাংশ। আগের দিন এই হার ৩ দশমিক ০৬ শতাংশ ছিল।

গত ২৪ ঘণ্টায় ২৫৫ জন করোনা রোগীর সুস্থ হয়েছেন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮১ হাজার ৩৫৭ জন।

আমাদের কাগজ//জেডআই