আবহাওয়া ১২ জানুয়ারি, ২০২৩ ১১:০৮

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ দিকে চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে মানুষ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, এর আগে একই দিন সকাল সকাল ৯টায় ওই তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা বড় বাজার এলাকার অটো রিকশাচালক হাফিজ (৪০) জানান, 'দিনের বেলা ওত শীত লাগে না আমাগো। তবে সন্ধ্যা নামলেই বাতাস বইছে। রাত থেকেই খুব কুয়াশা আর বাতাসে অস্বস্তি বাড়ে। বেশি রাইত পর্যন্ত কাম করতে পারি না'। তীব্র শীতের কারণে আমাদের আয় কমে গেছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তার রকিবুল হাসান বলেন, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বেশ কিছু দিন ধরে চুয়াডাঙ্গা ও আশপাশের এলাকা পুরো কুয়াশাচ্ছন্ন রয়েছে। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। প্রচণ্ড কুয়াশার চাপ থাকায় সূর্যের দেখা মিলছে না।

শৈত্যপ্রবাহের কারণে চুয়াডাঙ্গার সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলায় হতদরিদ্র মানুষ শীতে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন। প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না। দিনমজুররা কাজ পাচ্ছেন না। কাজের সন্ধানে এসে তারা অপেক্ষার পালা শেষ করে বাড়ি ফিরে যাচ্ছেন। হঠাৎ করে শীতের প্রকোপে বেশ সমস্যায় দিন কাটাচ্ছে এ জেলার মানুষ।

আমাদের কাগজ/এম টি