কিছুদিন আগে ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলখিয়া সে দেশে কঠোর ইসলামী শাসন ব্যাবস্থা চালুর পদক্ষেপের জন্য বিশ্বজুড়ে আলোড়ন তোলেন।
কিন্তু তরুন বয়স থেকেই এশাসক নিজেই প্লেবয় ইমেজের জন্য খ্যাত।
অঢেল সম্পদের মালিক সুলতান হাসান বলখিয়ার সম্পদের পরিমান ছাড়াবে ২৭ বিলিয়ন ডলার। তার নিজেরই রয়েছে একাধিক হেরেম। বিশ্বের নানা দেশ থেকে সুন্দরী তরুনীদের তার হেরেমে যৌনদাসী হিসেবে নিয়ে আসা হয়। এসব নারীদের পিছনে তিনি অর্থ খরচ করতে কখনোই কার্পন্য করেন নি। তার যৌন জীবন নিয়েই লেখা হয়েছে বেশ কয়েকটি বই।
সুলতানের যৌনবিলাস ও হেরেমের খবর প্রথম প্রকাশ্যে আসে ১৯৯৭ সালে। সে বছরের মিস আমেরিকা নির্বাচিত হওয়া শ্যানন মার্কেটিক মার্কিন আদালতে অভিযোগ দায়ের করেছিলেন সুলতানের বিরুদ্ধে। তিনি জানান, সুলতানের সাথে যৌনতার বিনিময়ে প্রতিদিন ৩০০০ ডলারের চুক্তিতে ব্রুনাই যেতে সম্মত হন তিনি। কিন্তু সেখানে যাওয়ার পর তার সাথে যৌনদাসীর মত আচরন করা হয়। বিকৃত যৌনাচারে বাধ্য করা হয়। এমন কি অন্যান্য যৌনদাসীর সামনেই তাকে যৌনমিলন করতে বাধ্য করা হয়। যদিও পরবর্তিতে সুলতান তার সাথে লাখ ডলারের বিনিময়ে বিষয়টি আদালতের বাইরে মীমাংসা করেন।
এছাড়াও আরেকজন মার্কিন তরুনী জুলিয়ান লরেন বেশ অনেকদিন ব্রুনাইয়ের রাজপ্রাসাদের হেরেমে যৌনদাসী হিসেবে ছিলেন। পরবর্তিতে, ২০১০ সালে ব্রুনাই রাজপ্রাসাদের হেরেমে অভিজ্ঞতা নিয়ে তিনি ‘সাম গার্লস: মাই লাইফ ইন হেরেম’শিরোনামে বই লেখেন । এ বইয়ে তিনি জানান, সেই হেরেমে বিভিন্ন দেশ থেকে আনা বহু কিশোরী মেয়ে ছিলো। তাকে সুলতানের ভাই জাফরি বোলখিয়ার জন্য নেয়া হয়। তবে একদিন আকস্মিক বিমানে করে নিয়ে যাওয়া হয় মালয়েশিয়ায়। সেখানে সুলতান হাসানাল বোলখিয়াও তার সঙ্গে যৌনকর্ম করেন।
সুলতান হাসানাল বোলখিয়া ব্রুনাই এর সকল ক্ষমতার একচ্ছত্র অধিপতি। তিনিই দেশটির সর্বোচ্চ ইসলামিক নেতা। একাধারে তিনি দেশটির প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী। শুধু তাই নয়, সুলতান হাসানাল বোলখিয়া ব্রুনাইয়ের সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ, প্রতিরক্ষামন্ত্রী এবং কমান্ডার অব দ্য আর্মড ফোর্সেস। এমনকি ব্রুনাই এর জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও তিনি।
একদিকে ওই কঠোর ও বিতর্কিত শরিয়াহ আইন প্রয়োগ করছেন অন্যদিকে ব্যাপক সম্পদে-ভোগবিলাসে অধঃপতিত জীবন অতিবাহিত করছেন ব্রুনাইয়ের সুলতান। তার নিজেরই প্রাইভেট জেট বিমান রয়েছে, গাড়ি রয়েছে অগুনিত। শুধু তাই নয়, একবার তার বার্থডে পার্টিতে গান গাইতে মাইকেল জ্যাকসনকে নিয়ে আসা হয়।