জাতীয় ৪ এপ্রিল, ২০২৫ ১০:৪৭

বুড়িমারী ও রংপুর এক্সপ্রেসের বিলম্ব, প্লাটফর্মে অপেক্ষায় যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটগামী আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস (৮০৯) এবং রংপুরগামী রংপুর এক্সপ্রেস (৭৭১) ট্রেনের যাত্রা বিলম্ব হয়েছে। ফলে ট্রেন দুটির অসংখ্য যাত্রী প্লাটফর্ম এলাকায় অপেক্ষায় রয়েছেন। তারা জানিয়েছেন ভোগান্তির কথা।

শুক্রবার (৪ এপ্রিল) দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

স্টেশন সূত্রে জানা গেছে, বুড়িমারী এক্সপ্রেস (৮০৯) ট্রেন ঢাকা থেকে নিয়মিত সকাল সাড়ে ৮টায় লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। অন্যদিকে রংপুর এক্সপ্রেস ট্রেন নিয়মিত সকাল ৯টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

অপেক্ষমান যাত্রীরা বলেন, ট্রেন কেন দেরি হচ্ছে, সেটা কেউ বলতে পারছে না। শিডিউল বোর্ডে ৩০ মিনিট বিলম্ব দেখালেও সেটি পার হয়ে গেছে। এ বিষয়ে রেলের কেউ কিছু জানাতে পারেনি।

বুড়িমারী ট্রেনের যাত্রী আমিনুল ইসলাম বলেন, সংবাদ মাধ্যমে জেনেছি এবার ঈদযাত্রা অনেক ভালো হচ্ছে। ফলে ট্রেন ছাড়ার আরও ৩০ মিনিট আগে সকাল ৮টায় প্লাটফর্মে এসেছি, যেন ভালোভাবে ট্রেনে উঠতে পারি। কিন্তু সেই অপেক্ষা এখনও শেষ হয়নি। কোথাও বসার জায়গা পর্যন্ত নেই।

একই ট্রেনে শান্তাহারগামী যাত্রী ফজলুল হক বলেন, স্টেশনের কেউ কোন তথ্য দিতে পারছে না। কতক্ষণ দাঁড়িয়ে থাকব সেটাও জানি না। সবাই শুধু বলে অপেক্ষা করেন। ট্রেন কোথায় আছে, সেটাও কেউ বলতে পারছে না।

রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী রমিজুল ইসলাম রমিজ বলেন, সাড়ে ৮টায় স্টেশনে এসেছি। শিডিউল বোর্ডের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছি কত নম্বর প্লাটফর্মে ট্রেন আসবে। কিন্তু কেউ কিছুই বলতে পারছে না।

এদিকে অপেক্ষায় থাকা যাত্রীরা কিছু সময় পরপর স্টেশন মাস্টারের রুমে এসে খোঁজ করতে ভিড় করছেন।

রেলওয়ে দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বুড়িমারী এক্সপ্রেস ট্রেন এখনো ঢাকায় ঢোকেনি। ট্রেনটি ঢাকায় ঢোকার পথে আছে। এছাড়া রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা ওয়াশপিটে রয়েছে।