মুক্তমত ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০২:০৯

রাজধানীতে হিজরাদের দাপট, মাপ নেই প্রবাসীদেরও

সংগ্রহীত

সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট : সংখ্যালঘু হিজড়াদের দগ্ধবাণীরতে অতিষ্ঠ রাজধানী বাসি । এত দিন বিয়েবাড়ি থেকে শুরু করে জন্মদিন উপলক্ষে টাকা তুললেও এখন তাদের রাস্তায় দেখা মেলে বেশি। গড়ে তুলেছেন চেইন বিজনেসও। যারা সমাজে লাল চোখে দেখে বেপরোয়া ও ভিন্ন পন্থার অনুসরণ করছে বলে জানা গিয়েছে। 

তিন বছর পর দেশে ফিরেছেন হাবিবুর রহমান। প্রায় দুই দশকের পর আবর আমিরাত থেকে গত রবিবার দেশে আসেন তিনি। খবর শুনে তার আত্মীয়-স্বজনরা তাকে নিতে বিমানবন্দরে এসেছিলেন।  এরপর ভারত ভাড়া কি তো মাইক্রোবাস নিয়ে বাড়ির পথে রওনা হতেই পথেই টার্মিনাল থেকে বের হবার আগে পড়েন হিজড়াদের কবলে।

জালনায় টোকা । চাইলেন চাঁদা দেখিয়ে যাচ্ছে নগ্ন অগ্ন অঙ্গ ভঙ্গি ।দাবি করেন একহাজার টাকাও।  সবটা উপভোগ করছিল রাস্তায় থাকা মানুষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যও।  

এত সবের মধ্যে একরকম বাধ্য হয়ে ৩০০ টাকা দিয়ে কেটে পড়েন তারা ।  জানা যায়, দিন দিন বেড়ে চলেছে হিজড়াদের উৎপাত । এতে হয়রান হতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে ঘরের বাচ্চা-বুড়োরাও। আগে বিয়ের অনুষ্ঠানে বা কোন বিশেষ স্থলে হিজরাদের দেখা মিললেও এখন সংখ্যালঘু এই গোষ্ঠীকে রাস্তায় উঁচু স্বরে চাঁদা চাইতে ই বেশি দেখা মিলছে। ( সূত্র: বাংলাদেশ প্রতিদিন) 

 

আমাদের কাগজ/এমটি