মুক্তমত ২০ মার্চ, ২০২৩ ০৫:০৯

ধূমপায়ীদের তালিকায় ৮ম স্থানে বাংলাদেশ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ধূমপায়ীদের তালিকায় বাংলাদেশ বিশ্বের ৮ম স্থানে। সারা‌ বি‌শ্বের ধূমপায়ী‌দের নি‌য়ে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’‌তে প্রকাশিত এক পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে। ধূমপায়ীর হারে ‌বি‌শ্বের ম‌ধ্যে ‌সেরা ১০টি দে‌শের তা‌লিকায় সব‌চে‌য়ে ওপরে রয়েছে নাউরু।  

জানা গেছে, বিশ্বে বেশি ধূমপান করে যেসব দেশের মানুষ, তা‌দের ম‌ধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। দেশে ধূমপায়ীর হার মোট জনসংখ্যার ৩৯.১ শতাংশ। যার মধ্যে নারী ধূমপায়ীর হার ১৭.৭ শতাংশ। 

এ দিনে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’‌তে এসব তথ্য তুলে ধরা হয়েছে। 

এছাড়া ২য় স্থানে কিরিবাতি। এরপর রয়েছে তালিকার উপরে রয়েছে -  তুভালু, মিয়ানমার, চিলি, লেবানন, সার্বিয়া, বাংলাদেশ, গ্রিস ও বুলগেরিয়া। 

নাউরুতে তা‌দের মোট জনসংখ্যার ম‌ধ্যে ধূমপায়ীর হার ৫২.১ শতাংশ, মিয়ানমারে ৪৫.৫, লেবাননে ৪২.৬ ও গ্রিসে ৩৯.১ শতাংশ। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বল‌ছে, তামাকের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে বছরে সারা‌ বি‌শ্বে ৮০ লাখ মানুষ মারা যাচ্ছেন।  

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ বলছে, দক্ষিণপূর্ব এশিয়া ও ইউরোপের বলকান অঞ্চলে ধূমপায়ীর হার সব‌চে‌য়ে বে‌শি। পশ্চিম ইউরোপ ও আমেরিকায় সাধারণত ধূমপায়ীর হার কম দেখা গেলেও এবার চিলি ধূমপায়ীর হারে বিশ্বের ম‌ধ্যে পঞ্চম হ‌য়ে‌ছে। 

তবে তামাক গ্রহণের পরবর্তী প্রভাব বিষয়ে মানুষের ম‌ধ্যে স‌চেতনতা বাড়ার পাশাপা‌শি বিশ্বময় বি‌ভিন্ন তামাকবিরোধী প্রচারণার কারণে ধূমপানের হার আগের চেয়ে অনেক কমেছে ব‌লেও জা‌নি‌য়ে‌ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।     

আমাদের কাগজ/এমটি