বিনোদন ডেস্ক।।
২০১১ সালে রণবীরের সাথে জুটি হয়ে অভিনয় করেছিলেন লেডিস ভার্সেস রিকি ভেল চলচিত্রে। সেখান থেকেই তার চলচিত্র ভুবনের ক্যারিয়ারে যাত্রা শুরু। তার আরেকটি পরিচয়, তিনি প্রিয়াংকা চোপড়ার কাজিন।
ক্যারিয়ারের শুরু থেকেই নানান চরিত্রে অভিনয় করে ভক্তদের মন জয় করেছেন পরিণীতি চোপড়া। কর্মজীবনে যেমন একের পর এক ব্লকবাস্টার সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন এই অভিনেত্রী। এবার শোনা যাচ্ছে ব্যক্তিজীবনেও বেস সুমধুর সময় পার করছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের দাবি, বলিউড পরিচালক চরিত দেশাইয়ের সঙ্গে গোপনে প্রেম করছেন এ অভিনেত্রী। এই নির্মাতা অগ্নিপথ, তিন পাত্তি, রন এবং চাঁদনি চক টু চায়না সিনেমায় এর আগে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। ২০১৬ সালে প্রথম পরিচয় হয়েছিল চরিত ও পরিণীতির।
তবে প্রেমের বিষয়টি অস্বীকার করেছেন পরিণীতি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি প্রেম নিয়ে কথা বলতে প্রস্তুতই নই। কোনো কিছু লুকাতে চাই না। যদি কারও হাত ধরে চলার প্রয়োজনীয়তা অনুভব করি, তাহলে সেটাই করব।'
এদিকে ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, পরিণীতি কিছুদিন আগে প্রেমিক চরিতের সঙ্গে দেশের বাইরে ঘুরতে গিয়েছিলেন। তাই বলাই যায়, যা কিছু ঘটে, তার কিছুটা বটে।