ডেস্ক রিপোর্ট
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে লেনদেন শেষ হলেও চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসের শুরুতে কিছুটা উল্টো চিত্র দেখা যায়। লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়। তবে লেনদেন শুরুর আধঘণ্টার মধ্যেই সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যায়। সূচক কিছুটা ঊর্ধ্বমুখী হলেও দিন শেষে আবারও নিম্নমুখী ধারায় ফিরে যায়।
দিন শেষে ডিএসই’র প্রধান সূচক ৩৭ পয়েন্ট কমে স্থির হয় পাঁচ হাজার ৪৪৭ পয়েন্টে। একইভাবে দিন শেষে লেনদেন হওয়া ৩৫১ কোম্পানি ও ফান্ডের মধ্যে দর হ্রাস পায় ১৯৩টির। পক্ষান্তরে ৫৭ প্রতিষ্ঠানের শেয়ারদর বাড়ে এবং অপরিবর্তিত থাকে ১০১ প্রতিষ্ঠানের। পাশাপাশি ডিএসইতে লেনদেন হতে দেখা যায় ৮০১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটদর।
এদিকে দিন শেষে দর বৃদ্ধির দৌড়ে এগিয়ে রয়েছে কেয়া কসমেটিকস, তৌফিকা ফুড, ডেল্টা স্পিনিং, মেঘনা পিইটি, এমারাল্ড অয়েল, বেক্সিমকো, শ্যামপুর সুগার, গোল্ডেনসন, আলহাজ্ব টেক্সটাইল, ইউনিলিভার, অলটেক্সসহ আরও কিছু কম দরসম্পন্ন কোম্পানির শেয়ার।





















