অর্থ ও বাণিজ্য ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ০৬:১৯

ইতিবাচক প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের উত্থানের মাধ্যমে লেনদেন চলছে। আজ মঙ্গলবার দিনের শুরু থেকে সূচকের উত্থান দেখা গেছে।

আজ বেলা সাড়ে ১০টা পর্যন্ত সূচকের ডিএসইতে মোট তিন কোটি ৩৮ লাখ ৮৫ হাজার ৩৪০ শেয়ার ও ইউনিট ২৪ হাজার ৫৬৬ বার লেনদেন হয়, যার বাজারদর ১৬৬ কোটি ৫৯ লাখ ২১ হাজার টাকা।

এ সময় লেনদেনে অংশ নেওয়া ২২৯ কোম্পানির মধ্যে ১১৭টি এবং মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট দরের উত্থান দেখা যায়। এ সময় পর্যন্ত ৫২টি শেয়ারের দর কমেছে। অপরিবর্তিত অবস্থায় ছিল ৬০ কোম্পানির শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৫৭৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ্ সূচক সাড়ে চার পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়েছে।