লাইফ স্টাইল ৭ ফেব্রুয়ারি, ২০২১ ০২:৪৪

জেনে নিন কোন গোলাপ কিসের প্রতীক

লাইফস্টাইল ডেস্ক

ভালোবাসার মাস বলা হয় ফেব্রুয়ারিকে। আজ ফেব্রুয়ারি রোজ ডে বা বিশ্ব গোলাপ দিবস। প্রিয় মানুষকে গোলাপ উপহার দিয়ে প্রকাশ করা হয় ভালোবাসা। বিভিন্ন রঙের গোলাপের রয়েছে বিভিন্ন অর্থ। জেনে নিন কোন গোলাপ কিসের প্রতীক।

  • লাল গোলাপকে বলা হয় ভালোবাসা রোমান্সের প্রতীক
  • হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক। আনন্দের প্রতীকও বলা হয় একে
  • শুদ্ধতার প্রতীক হচ্ছে সাদা গোলাপ। অনেক ধর্মে বিয়ের দিন বর-কনে একে অন্যকে সাদা গোলাপ উপহার দেন
  • কাছের মানুষটিকে ধন্যবাদ দিতে চাইলে বেছে নিতে পারেন গোলাপি গোলাপ বা পিঙ্ক রোজ। এটি কৃতজ্ঞতা প্রকাশ প্রশংসার প্রতীক।
  • কাউকে শুভেচ্ছা জানাতে চাইলে অরেঞ্জ রোজ বা কমলা রঙের গোলাপ উপহার দিতে পারেন