লাইফ স্টাইল ১০ ফেব্রুয়ারি, ২০২১ ০৩:২৫

ক্যান্সারের প্রতিষেধক যে ফল

লাইফ স্টাইল ডেস্ক

আমাদের দেহের কার্যকরী অঙ্গ লিভার সুস্থ সক্রিয় রাখতে পেঁপের বীজ এবং গাছের পাতা সমান ভাবে উপকারী লিভার ভালো রাখতে নিয়মিত খেতে হবে পুষ্টিকর পেঁপে পেঁপেতে থাকা ড্যানডেলিওন, মিল্ক থিসল লিভার সুস্থ রাখতে সাহায্য করে

পেঁপের পাতার রস করতে প্রথমে পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার পাটা বা হাম্বলদিস্তায় থেঁতো করে নিন এবার রস ছেকে নিয়ে এক চা চামচ মধু মিশিয়ে পান করুন এছাড়াও, পেঁপের বীজ প্রথমে রোদে শুকিয়ে নিন এটি পিষে নিয়ে এক গ্লাস পানিতে এক চা চামচ মধু দিয়ে পান করুন

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পেঁপে লিভারে থাকা সমস্ত অপ্রয়োজনীয় বস্তুকে বের করে বিভিন্ন রোগ থেকে বাঁচায় পেঁপের পাতার রস পান করলে হজমশক্তি বাড়ে, শরীর দ্রুত প্রোটিনের চাহিদা পূরণ করে এছাড়া সব ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে৷

অত্যন্ত সুস্বাধু পাকা পেঁপে ফল ত্বক, হজম শক্তি বাড়ায়, হার্টের স্বাস্থ্য ভালো রাখে, ক্যান্সারের প্রতিষেধক হিসেবে কাজ করে সকালে খালি পেটে খাঁচা পেঁপে খেলে গ্যাস্ট্রিকের সমস্যাও দূর হয় আবার কাঁচা পেঁপে সালাদ বা সবজি হিসেবে রান্না করেও খাওয়া যায়