লাইফ স্টাইল ৩০ সেপ্টেম্বর, ২০২০ ০৭:০৯

ঘরকে সজীব ও ঠান্ডা রাখবে গাছ

গাছ অক্সিজেনের প্রবাহ বাড়ায়, ঘর হয়ে উঠে ঠান্ডা ও প্রশান্ত। ঘরকে প্রাকৃতিক উপায়ে শীতল রাখতে ও কৃত্রিমভাবে ঘর ঠাণ্ডা করার যন্ত্র থেকে বের হওয়া জন্য গাছ এর কোন বিকল্প নেই। শুধু মাত্র এসি-ফ্যান চালিয়ে গৃহে প্রশান্তি পাওয়া যায় এমন কিন্তু নয়। গৃহে পা দেওয়া মাত্র একটা প্রশান্তিভাব চলে আসে। যেন শরীরের অবসন্নতাকে ছাপিয়ে মনের মধ্যে একটা প্রফুল্লতা চলে আসে। অন্দরে যদি একটু প্রকৃতির ছোঁয়া না থাকে তাহলে অন্দরসজ্জা অপূর্ণ থেকে যায়। গাছ এর সজীব আর সতেজ বাতাস আমাদের স্বাস্থের জন্য উপকারী ।

ঘর ঠাণ্ডা রাখার সবচেয়ে সহজ উপায় হলো ঘরের ভেতর গাছের ব্যবহার, গাছ ঘরের ভেতরকার তাপকে শোষণ করে ঘর ঠাণ্ডা করে তোলে শৌখিন ব্যক্তিরা ঘর সাজানোর জন্য বেছে নিতে পারেন গাছ। শোবার ও বসার ঘরে অথবা খাবার টেবিলের ওপর ছোট গাছ লাগাতে পারেন, এতে করে বাড়ির তাপমাএা স্বাভাবিক আর সতেজ থাকে। এমন কি অফিস কক্ষের ভেতর বাসার ছাদ ও বাড়ির বেলকনি ও হতে পারে গাছ লাগান সুন্দর স্থান। গৃহে বাহারি রকম পাত্রে গাছ লাগালে যেমন দেখতে সুন্দর লাগে, তেমনি একটা মনোরম পরিবেশও তৈরি হয়।

মনমাতানো অর্কিড বা বেলিফুলের সুবাসে আপনার অন্দর মহল মুখরিত হয়ে উঠতে পারে। আপনার বাসার ছোট বেলকুনিতে লাগাতে পারেন বিরুত্ জাতীয় কিছু গাছ, যেমন—জবা, বেলি ইত্যাদি। ডালপালা মেললে যাতে করে আপনি বারান্দার বাইরে ডালপালা দিতে পারেন। এছাড়া ছোট ছোট টবে ছোট ছোট গুল্ম জাতীয় কিছু ফুলের গাছ লাগাতে পারেন। তবে যে গাছই লাগান না কেন, এটা লক্ষ রাখতে হবে যে, বারান্দায় ঠিকমতো আলো-বাতাস আসছে কি না। ইনডোর প্ল্যান্টগুলো খুব সহজে কম সূর্যের আলো ও ছায়ায় বেড়ে উঠতে পারে। একদিকে এটি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে।

অপরদিকে ঘরের বাতাস বিশুদ্ধ করে। খুব সহজেই এই গাছ ঘরের ভিতর রাখা যায় | খুব একটা রোদেরও দরকার পড়ে না এই গাছের | একই সঙ্গে সপ্তাহে একদিন জল দিলেই হয়ে যায় | ইনডোর প্ল্যান্টের জন্য খুব বেশি আলো-বাতাসের দরকার হয় না, কিন্তু একদম বদ্ধ ঘর হলেও চলবে না। ঘরে গাছ লাগানোর জন্য মাটির পাত্র ব্যবহার করলে ভালো হয় কেননা, মাটির টবে পানি শোষণক্ষমতা বেশি থাকে, এতে গাছ ভালো জন্মায়।

এছাড়া প্লাস্টিকের টব ব্যবহার করতে পারেন, হালকা বলে এটিকে সহজে সরানো যায়। তবে প্লাস্টিকের টবের থেকে মাটির পাত্রে গাছ ভালো থাকে। ঘরের ভেতরের তাপ কমিয়ে আনে গাছ। গাছ শুধু তাপমাত্রা কমাতে সাহায্য করে না, ঘরের ভেতরে বাতাস সঞ্চালনেও সহায়তা করে। তাই ঘরের ভেতরে, বারান্দায় অথবা ঘরের বাইরে মূল ফটকে গাছ লাগান। গোসলখানায় গাছ রাখলে শ্বাসপ্রশ্বাসে শীতল ভাব পাবেন। অন্য রকম স্নিগ্ধতা ছড়িয়ে পড়বে, যদি সেখানে ছোটখাটো গাছ রাখতে পারেন।রান্নাঘরে গাছ লাগানো খুব দরকারি। রান্নাঘরে ঠান্ডা ভাব ফুটিয়ে তুলবে গাছ। কেননা, রান্নাঘরটি এমনিতে গরম আবহাওয়া বিরাজ করে তাই সেখানে শীতল ভাব আনার জন্য গাছের জুড়ি নেই।