শিক্ষা ১৭ নভেম্বর, ২০২২ ০৬:১২

‘স্ক্রিন সমাবর্তন’ বয়কটের দাবিতে মানববন্ধনে শিক্ষার্থীরা

এইচ এম. ইমরান হোসাইন: ডিজিটাল সমাবর্তন বয়কট ও পৃথক সমাবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন করেন ৭ কলেজের বিভিন্ন শিক্ষর্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, সমাবর্তন একজন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীর সবচেয়ে স্মরণীয় দিন। যেখানে শিক্ষার্থীকে একজন উচ্চপদস্থ কর্মকর্তা একটি সনদ তুলে দিয়ে সম্মানিত করেন। কিন্তু ডিজিটাল পদ্ধতিতে সমাবর্তন আয়োজনে সাত কলেজের শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা থেকে বঞ্চিত করা হচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, এই সমাবর্তনে শিক্ষার্থীদের অনেক আবেগ-অনুভূতি জড়িয়ে আছে। তাই ডিজিটাল পদ্ধতি সমাবর্তনের আয়োজন করা মানে শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করা থেকে বঞ্চিত করা।

শিক্ষার্থীদের দাবি, সমাবর্তন অনেক বড় কৃতিত্ব পাওয়ার একটি মাধ্যম। যেখানে রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন ব্যাক্তিত্ব উপস্থিত থেকে শিক্ষার্থীদের সম্মানিত করেন। কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাবর্তন হলে এই অনুভূতি থেকে বঞ্চিত হতে হচ্ছে। যার ফলে এ সমাবর্তনের কার্যত কোনো উদ্দেশ্যই বাস্তবায়িত হচ্ছে না। আমাদের দাবি সাত কলেজের শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করে এ সমাবর্তনের আয়োজন করা হোক।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী শনিবার (১৯ নভেম্বর)। এ সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের এলইডি স্ক্রিনে সমাবর্তনের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।


আমাদেরকাগজ/এইচএম