ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাখা ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক মানসুরা আলম, ঢাবির এসএম হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সিনিয়র সহসভাপতি আমান উল্লাহ আমান, এসএম হলের কর্মী কাফি ও জিয়া হলের কর্মী মাহমুদ।
তাদের মধ্যে মানসুরা আলম ও মেহেদী হাসান গুরুতর আহত হয়েছেন।
ছাত্রদলের অভিযোগ, ঢাবির কেন্দ্রীয় মাঠে ইফতারের পর ঢামেক বহির্বিভাগের সামনে চা খাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নির্দেশে এ হামলা করা হয়েছে বলে দাবি করেছে বিএনপির এই অঙ্গসংগঠন।
পাশাপাশি, হামলার সঙ্গে ছাত্রলীগের সহ-সভাপতি শাহরিয়ার কবির বিদ্যুৎ, সূর্যসেন হলের সাবেক সাধারণ সম্পাদক মো. নাহিদ হাসান শাহিন, জসীম উদ্দিন হল ছাত্র সংসদের সাবেক এজিএস ইমাম হাসান, এমএম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল ও সমাজসেবা সম্পাদক আশিক আকাশ, মহসীন হলের মেহেদী জড়িত বলেও অভিযোগ করেছে ছাত্রদল।
এদিকে, হামলার বিষয়টি অস্বীকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের মিথিন নামের এক শিক্ষার্থী ইফতার শেষে মেডিকেলে চা খাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে তার বন্ধুরা মিলে তাদের প্রতিহত করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান বলেন, ‘আমি এ ঘটনার কিছু জানি না। অনেকে ফোন দিচ্ছে। লিখিত অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’
আমাদেরকাগজ/এইচএম