ডেস্ক রিপোর্ট ।।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যা কান্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, খুবশিগগির মামলার পূর্নাঙ্গ চার্জশিট দেয়া হবে।
তিনি বলেন, বিচারের কাজ দ্রুত শেষ করতে হবে। যারা যারা হত্যা কান্ডে জড়িত ফুটেজ দেখে সনাক্ত করা হবে।
অমিত সাহ কে নিয়ে তিনি বলেন, অমিত সাহব ঘটনা স্থলে উপস্থিত ছিল না। তবে হত্যা কান্ডের সাথে কোন ভাবে জড়িত থাকলে তদন্তে বেড়িয়ে আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।