শিক্ষা ২০ নভেম্বর, ২০১৯ ১০:৪৭

বরিশাল বোর্ডে এসএসসি'র বৃত্তিপ্রাপ্তদের তালিকা

ডেস্ক রিপোর্ট ।। 

২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় মেধা (ট্যালেন্টপুল) ও সাধারণ বৃত্তির চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বরিশাল বোর্ড। এবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪১৭ জন। 

প্রকাশিত তালিকা অনুযায়ী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মোট ১৩২ জন মেধাবৃত্তি ও ১ হাজার ১০৯ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাচ্ছেন। বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, মেধা বৃত্তির তালিকায় পটুয়াখালী জেলা থেকে বিজ্ঞান বিভাগে ১১ জন, মানবিক বিভাগে ৫ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৫ শিক্ষার্থী রয়েছেন। 

বরগুনা জেলায় বিজ্ঞান বিভাগে ৭ জন, মানবিক বিভাগে ৩ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৪ জন রয়েছেন। 

বরিশাল জেলায় বিজ্ঞান বিভাগে ২৫ জন, মানবিক বিভাগে ১২ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩ জন রয়েছেন। 

পিরোজপুর জেলায় বিজ্ঞান বিভাগে ১১ জন, মানবিক বিভাগে ৫ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৫ জন রয়েছেন। 

ভোলা জেলায় বিজ্ঞান বিভাগে ১১ জন, মানবিক বিভাগে ৫ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৫ জন রয়েছেন। 

ঝালকাঠি জেলায় বিজ্ঞান বিভাগে ৩ জন, মানবিক বিভাগে ১ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১ জন শিক্ষার্থী রয়েছেন।

এদিকে, বিভাগের ছয় জেলায় ১ হাজার ১০৯ শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাচ্ছেন। যার মধ্যে পটুয়াখালী জেলায় বিজ্ঞান বিভাগে ৯৫ জন, মানবিক বিভাগে ৪৭ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৭ শিক্ষার্থী রয়েছেন। 

বরগুনায় বিজ্ঞান বিভাগে ৬৫ জন, মানবিক বিভাগে ৩২ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৩২ জন রয়েছেন। 

বরিশালে বিজ্ঞান বিভাগে ১৯০ জন, মানবিক বিভাগে ৯৪ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৯৫ জন শিক্ষার্থী রয়েছেন। 

পিরোজপুরে বিজ্ঞান বিভাগে ৭৭ জন, মানবিক বিভাগে ৩৮ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৯ জন রয়েছেন। 

ভোলায় বিজ্ঞান বিভাগে ৮২ জন, মানবিক বিভাগে ৪১ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৪১ জন রয়েছেন। 

ঝালকাঠিতে বিজ্ঞান বিভাগে ৪৭ জন, মানবিক বিভাগে ২৩ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২৪ জন শিক্ষার্থী রয়েছেন।

অপরদিকে, উপজেলা অনুযায়ী সাধারণ বৃত্তি পাচ্ছেন ১৬৮ শিক্ষার্থী। এর মধ্যে বরিশাল বিভাগের ৬ জেলার ৪২ উপজেলায় দুই ছাত্রী এবং দুই ছাত্র এ বৃত্তি পাচ্ছেন। এছাড়া বরিশাল মেট্রোপলিটনে চার যাত্রী ও চার ছাত্র সাধারণ বৃত্তি পাচ্ছেন।