আইন ও আদালত ৪ এপ্রিল, ২০২৩ ১১:২৩

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার যাবজ্জীবন

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: কক্সবাজারে মেয়েকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সোমবার (৩ এপ্রিল) আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) নুরুল ইসলাম সায়েম রায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে একই দিন দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ রায় দেন।

নুরুল ইসলাম সায়েম বলেন, আদালতে ১০ জন সাক্ষ্য দেন। যুক্তিতর্ক শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সোমবার দুপুরে এ রায় দেন আদালত। এ রায়ের মাধ্যমে ধর্ষকদের মাঝে ভীতি সঞ্চার হবে বলে আশা করছি।

আমাদের কাগজ/এমটি