নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলার রায়কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে নয়াপল্টন। বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন দলটির নেতাকর্মীরা।
অবৈধ সম্পদের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর এবং তার স্ত্রী জোবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। এ রায়ের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (২ আগস্ট) বিকেল ৪টায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলুর নেতৃত্বে এ বিক্ষোভ করেন নেতাকর্মীরা।
নেতাকর্মীরা নয়াপল্টনে সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন। বিএনপি কার্যালয় ও এর আশপাশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সতর্ক অবস্থায় রয়েছেন।
তারেক ও জুবাইদার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বিকেলে গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এতে বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইতোপূর্বে তারেক রহমানের বিরুদ্ধে আরো কয়েকটি মামলায় সাজা দেওয়া হলেও এবারই প্রথম জোবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাজা হলো।
আমাদেরকাগজ/এইচএম



















