আইন ও আদালত ৩১ অক্টোবর, ২০২৩ ০১:২১

নোয়াখালীতে বিএনপির ৩৭ নেতাকর্মীকে গ্রেফতার

আমাদের কাগজ ডেস্ক : নোয়াখালীতে বিএনপি নেতাকর্মী আটক ও গ্রেফতার দেখানো হয়েছে।পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহর ও জশলাগুলোর গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এসময় বিএনপি দাবি করেন ৩৭ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে আট থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। (সোমবার) (৩০ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুধারাম থানায় ১১ জন, কোম্পানীগঞ্জে তিনজন, বেগমগঞ্জে ১১ জন, সেনবাগে দুজন, চাটখিলে একজন, সোনাইমুড়ীতে দুজন, চরজব্বরে তিনজন, কবিরহাটে একজন ও জেলা ডিবি পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। এর আগে শনিবার নোয়াখালীতে ৮৪জন বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়। পরে বিভিন্ন মামলার আসামি হিসেবে বিচারক তাদের কারাগারে পাঠায়।

আমাদেরকাগজ/এমটি