নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ কয়েক বছর পর দেশে ফেরার পথে মধ্য আকাশে বিমানেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বুরহান মিয়া (৫৫) নামের কুয়েতপ্রবাসী এক বাংলাদেশি। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জে।
বুরহানকে বহনকারী কুয়েতের জাজিরা এয়ারলাইন্সের ফ্লাইটটি গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর পেয়ে বিমানবন্দর প্রবাসীকল্যাণ ডেস্কের সহায়তায় সন্ধ্যায় লাশ নিয়ে যান স্বজনরা।
বিমানবন্দর সূত্র ও মৃতের স্বজনরা জানান, ছয় বছর পর দেশে ফিরতে কুয়েত থেকে জাজিরার ফ্লাইটে রওনা হন বুরহান মিয়া। আকাশেই ফ্লাইটের ভেতর মারা যান তিনি।
স্বজনরা আরও বলেন, তার চাচার দুই ছেলেমেয়ে রয়েছে। তার চাচা ডায়াবেটিসের রোগী ছিলেন। শাহজালাল বিমানবন্দর থেকে তার মৃত্যুর খবর জানানো হয়।
বিমানবন্দর প্রবাসীকল্যাণ ডেস্কের কর্মকর্তা কামরুজ্জামান জানান, সন্ধ্যা ৬টায় বুরহানের স্বজনরা লাশ নিয়ে ঢাকার নবাবগঞ্জের উদ্দেশে বিমানবন্দর ছেড়ে গেছেন।