প্রবাসের কথা ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০৩:৩৭

মালয়েশিয়ায় বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট।। 

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পার্শ্ববর্তী সেগামবুট ডালাম এলাকায় মো. শামীম (৩৩) নামে এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

রোববার সকালে একটি প্রাইভেটকার থেকে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

পাসপোর্টের তথ্য অনুযায়ী শামীমের বাড়ি বাংলাদেশের মুন্সীগঞ্জের আকলমেঘ এলাকায়। তার বাবার নাম মো. মুকলেস। তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতেন বলে জানা গেছে।

নিহত শামীমের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানায়। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।