আবহাওয়া ২১ জানুয়ারি, ২০২৩ ১২:০৫

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ,পঞ্চগড় প্রতিনিধিঃ দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।তেতুলিয়ায় হিমেল বাতাস ও শীতের তীব্রতায় দেশের সর্বনিম্ন ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

শনিবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া গ্রামের রোহান জানান, বিকেল হলেই বাতাসের কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। তীব্র শীতে চলাফেরা করতে কষ্ট হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণাগারের পর্যেবক্ষক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, উত্তরের হিমেল বাতাসে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। আজকে সকাল ৯টায় তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা আরও কমতে পারে।

তবে শীতের প্রভাবে ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে। সাধারণ মানুষ হয়ে পড়েছে কর্মহীন। বেড়েছে ঠাণ্ডাজনিত রোগ।


 আমাদের কাগজ/এমটি