অর্থ ও বাণিজ্য ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০৫:৫৩

ডিএসইতে কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় ২৫৪ কোটি টাকার লেনদেন কমেছে। এদিন মোট ৩৫১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। দর বেড়েছে ৫৭টির এবং কমেছে ১৯৩টির। বাকি ১০১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল।

গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৮০১ কোটি ৬৬ লাখ ৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৫৫ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ লেনদেন কমেছে ২৫৪ কোটি ৮১ লাখ ৬২ হাজার টাকা।

আজ সোমবার ১৯ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ৮০৭টি শেয়ার এক লাখ ৩৬ হাজার ৬৭৪ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ৩৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৮ শতাংশ কমে পাঁচ হাজার ৪৪৭ দশমিক ৬৪ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ২ দশমিক ২৮ পয়েন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ বেড়ে এক হাজার ২৩৮ দশমিক ৬১ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ১০ দশমিক ৭০ পয়েন্ট বা শূন্য দশমিক ৫০ শতাংশ কমে দুই হাজার ৯৯ দশমিক ৯৮ পয়েন্টে স্থির হয়। গতকাল ডিএসইর বাজার মূলধন ৪ হাজার ৬২ কোটি ৩৫ লাখ ৪৩ হাজার টাকা কমে দাঁড়িয়েছে চার লাখ ৬৫ হাজার ৬৪৮ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার টাকায়।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ২১৭ কোটি ৬৩ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৫ টাকা ৯০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ১০২ কোটি ৭৩ লাখ ৭৪ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ১০১ টাকা ৩০ পয়সা কমেছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৪৪ কোটি ৯৬ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারদর ৯ টাকা ৯০ পয়সা বেড়েছে। এর পরের অবস্থানগুলোয় থাকা রবি আজিয়াটা লিমিটেডের ৩৫ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ২৯ কোটি ৪৫ লাখ ৪৭ হাজার, সামিট পাওয়ার লিমিটেডের ১৪ কোটি এক লাখ ৪৭ হাজার, মীর আকতার হোসেন লিমিটেডের ১৩ কোটি ১৮ লাখ ১৬ হাজার, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ১১ কোটি ২২ লাখ ৩১ হাজার টাকার, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ১০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার টাকার এবং আইএফআইসি ব্যাংক লিমিটেডের ৯ কোটি ৪৬ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

৯ দশমিক ৭৭ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল তাওফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ৬ দশমিক ৯২ শতাংশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৫ দশমিক ৮৩ শতাংশ, বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেডের ৫ দশমিক ৮১ শতাংশ, ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেডের ৪ দশমিক ৯৯ শতাংশ, রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেডের ৪ দশমিক ৫৭ শতাংশ, জিবিবি পাওয়ার লিমিটেডের ৪ দশমিক ২৩ শতাংশ, আলিফ মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ০৫ শতাংশ, গোল্ডেনসন লিমিটেডের ৩ দশমিক ৮৯ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ৬৩ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৬১ দশমিক ১৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৩ শতাংশ কমে ৯ হাজার ৫২৩ দশমিক ৯৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৯৭ দশমিক ৫০ পয়েন্ট বা শূন্য দশমিক ৬১ শতাংশ কমে ১৫ হাজার ৭৮৬ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২১৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ৪২টির, কমেছে ১২৭টির এবং ৪৪টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ৫৫ লাখ এক হাজার ১২৬ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৩ কোটি ৩৯ লাখ ৫৩ হাজার ৩০৪ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন কমেছে ৪১ কোটি ৮৪ লাখ ৫২ হাজার ১৭৮ টাকার।

সিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে উঠে আসে সিটি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ১০ কোটি ২৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ৬ কোটি ৪ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ৫ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এর পরের অবস্থানগুলোয় থাকা রবি আজিয়াটা লিমিটেডের ৪ কোটি ২৮ লাখ টাকার, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের এক কোটি এক লাখ ৪০ হাজার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এক কোটি এক লাখ, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ৯৫ লাখ ৬০ হাজার, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৮৩ লাখ ৯০ হাজার টাকার, মীর আকতার হোসেন লিমিটেডের ৮২ লাখ ৩০ হাজার, কেয়া কসমেটিকস লিমিটেডের ৭৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।