সারাদেশ ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ০৩:০০

ঝিনাইদহে সকাল থেকেই চলছে ভোট

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহের কালীগঞ্জ মহেশপুর পৌরসভা, শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচন, শৈলকূপা পৌরসভার ৮নং ওয়ার্ড হাবিবপুর কাউন্সিলর পদে উপ-নির্বাচনে আজ সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি বেশ লক্ষ করার মতো

দুটি পৌরসভায় আওয়ামী লীগ-বিএনপিসহ মেয়র পদে জন প্রার্থী শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন অপরদিকে শৈলকূপা পৌরসভার ৮নং হাবিবপুর ওয়ার্ডে একজন কাউন্সিলর প্রার্থী নিহত হন সেকারনে সেখানে একই সাথে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাউন্সিলর পদে জন প্রতিদ্বন্দ্বিতা করছেন

ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার রিটার্নি অফিসার মো. রোকনুজ্জামান জানান, নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপুর্ণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল পরিমান পুলিশ, ্যাব বিজিবি ম্যাজিস্ট্র্রেটের নেতৃত্বে কাজ করে যাচ্ছে

মহেশপুর পৌরসভার ২২ হাজার ৪৫০ জন, কালীগঞ্জ পৌরসভায় ৪০ হাজার ৫৭৭ জন শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে লাখ ৮৮ হাজার ২৫৪ জন ভোটার রয়েছেন