রাজনীতি ১৪ অক্টোবর, ২০২২ ১২:০০

ময়মনসিংহের চার চোখ, দুই মুখওয়ালা বাছুর!

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৃষ্টির কি সৃষ্টি অদ্ভুত রহস্য রয়েছে পৃথিবীতে। তারই দেখা মিলল ময়মনসিংহের গৌরীপুরে দুই মাথা ও চার চোখ বিশিষ্ট একটি অদ্ভুত আকৃতির বাছুর ভূমিষ্ঠ পর। এমন বাছুর প্রসবের খবর পেয়ে উৎসুক জনতা ওই খামারে ভিড় করছে।

বৃহস্পতিবার সকালে গৌরীপুর উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (পিআরএল) মফিজ উদ্দিনের তত্ত্ববধানে খামারের ওই গরুটি এ ধরনের বাছুর প্রসব করে।

জানা গেছে, বাছুরটি ভূমিষ্ঠ হওয়ার পরে উঠে দাঁড়াতে পারছিল না। ধরে দাঁড় করিয়ে সেটিকে দুধ পান করাতে হয়েছে। এক মুখ দিয়ে দুধ খাওয়ার সময় অন্য মুখ নড়াচড়া করছিল বাছুরটি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজিমুল ইসলাম বলেন, সাধারণত জিনগত ত্রুটি, নির্দিষ্ট কোনো ভিটামিন ও মিনারেলের অভাব কিংবা অন্তঃসত্ত্বাকালীন কোনো সংক্রামক রোগের কারণে এ ধরনের বাছুর ভূমিষ্ঠ হয়।

আমাদের কাগজ/ ইদি