সারাদেশ ২১ অক্টোবর, ২০২২ ১০:১৪

ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে চালককে ইটের আঘাতে হত্যা

কুমিল্লা প্রতিনিধি: ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে কুমিল্লায় দুই মাইক্রোবাসচালকের মধ্যে একজন আরেক জনকে ইটের আঘাতে হত্যা  করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নগরীর প্রেসক্লাব সংলগ্ন মোগলটুলী এলাকায় ইটের আঘাতে আহত হন ওই মাইক্রোচালক। পরে হাসপাতালে নেওয়ার পর রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কুমিল্লা কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হানিফ সরকার হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লা প্রেসক্লাব সংলগ্ন রেন্ট--কার স্ট্যান্ডে পলিন লিটন নামে দুই গাড়িচালকের মধ্যে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে পলিন সড়কের পাশ থেকে একটি ইট নিয়ে লিটনের মাথার পেছনে আঘাত করেন। এতে মাথা ফেটে গুরুতর আহত তিনি। পরে লিটনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে এবং সেখানে থেকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হানিফ সরকার বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত পলিন পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিহত ওই মাইক্রোচালকের নাম লিটন মিয়া (৪৫) তিনি কুমিল্লা নগরী সংলগ্ন চাঁনপুর গয়ামবাগিচা এলাকার ছন্দু মিয়ার ছেলে। অভিযুক্ত পলিন মিয়াও একই এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত পলিন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আমাদের কাগজ/ইদি