সারাদেশ ৩ ডিসেম্বর, ২০২২ ০৮:৪৬

মেয়ের পর শিশু আয়াতের বাবাকে ১২ টুকরোর হুমকি; এসেছে গায়েবী মেসেজ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ  ‘মেয়েকে ছয় টুকরো করা হয়েছে, বাড়াবাড়ি করলে বাবাসহ স্বজনদের ১২ টুকরো করে করা হবে’। এমন হুমকি দিয়ে চট্টগ্রামে নিহত আলিনা ইসলাম আয়াতের (৫) বাবার কাছে অজ্ঞাত নম্বর থেকে মেসেজ পাঠানোর অভিযোগ উঠছে। 

শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে আয়াতের বাবা সোহেল রানা এই দাবি করেন। এ সময় আয়াত হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

 

তিনি জানান,‘একমাত্র মেয়েকে হারিয়েছি। তার ওপর অজ্ঞাত নম্বর থেকে আমার হোয়ার্টসঅ্যাপে মেসেজ পাঠিয়ে হুমকি দিয়ে যাচ্ছে। এ হুমকিতে পরিবার-পরিজন নিয়ে আমি ভয়ে আছি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।’ সোহেল রানা আরও বলেন, ‘আমার মেয়েকে এমন নৃশংসভাবে শুধু কি আবির আলীই হত্যা করেছে? এখানে চক্রও থাকতে পারে। তারা মিলেমিশে এ ঘটনা ঘটিয়েছে কি না তা তদন্ত করা প্রয়োজন। তা নাহলে আমার মেয়ে হত্যার বিচার চাওয়া থেকে সরে যেতে কারা হুমকি দিচ্ছে?’

সোহেল রানা আরও বলেন, ‘আমার মেয়েকে এমন নৃশংসভাবে শুধু কি আবির আলীই হত্যা করেছে? এখানে চক্রও থাকতে পারে। তারা মিলেমিশে এ ঘটনা ঘটিয়েছে কি না তা তদন্ত করা প্রয়োজন। তা নাহলে আমার মেয়ে হত্যার বিচার চাওয়া থেকে সরে যেতে কারা হুমকি দিচ্ছে?’

এছাড়া আয়াত হত্যার বিচার দাবিতে আজ শুক্রবার (২ ডিসেম্বর) বিকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বিক্ষোভ মিছিল নগরীর জামলখান থেকে শুরু হয়ে চেরাগী পাহাড় মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। সেখান থেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়। প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে আয়াতের বাবা সোহেল রানা মেয়ে হত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন।

আজ সকাল থেকে আয়াতের লাশের বাকি অংশ এবং পরনে থাকা কাপড় উদ্ধারে ইপিজেড থানাধীন আকমল আলী সড়কের বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই মেট্রো অঞ্চলের পুলিশ সুপার (এসপি) নাইমা সুলতানার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তল্লাশি অভিযানে বিপুল সংখ্যক পিবিআই সদস্য অংশ নেয়। এ প্রসঙ্গে পিবিআই ইন্সপেক্টর ও মামলার তদন্ত কর্মকর্তা মনোজ কুমার দে বলেন, ‘শুক্রবার সকাল থেকে পুনরায় আয়াতের লাশের অবশিষ্ট খণ্ডিত অংশ এবং পরনে থাকা কাপড়ের সন্ধানে তল্লাশি করা হয়। তবে আজ কিছুই পাওয়া যায়নি। আমরা আরও কয়েকদিন এ অভিযান পরিচালনা করবো।’

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) নিহত আয়াতের লাশের মাথার খণ্ডিত একটি অংশ উদ্ধার করা হয়। এর আগের দিন বুধবার (২৯ নভেম্বর) লাশের দুই পা এই স্লুইচগেট থেকে উদ্ধার হয়। এরপর গত ১ ডিসেম্বর আয়াতের মাথা উদ্ধার করে পিবিআই। এ পর্যন্ত লাশের তিনটি অংশ উদ্ধার করা হয়।এ ঘটনায় অভিযুক্ত আবির, তার মা এবং বোন বর্তমানে রিমান্ডে আছেন। 

আমাদের কাগজ/এম টি