সারাদেশ ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০৬:৪১

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপির সংঘর্ষ, আহত ২০ 

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাচরুখী এলাকায় এ ঘটনা ঘটে।

আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুম শিকারী বলেন, ‘উপজেলার পাঁচরুখীতে বিএনপির পূর্বঘোষিত পদযাত্রা চলাকালে পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।’

তিনি আরও বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি ছুড়লে আমাদের ছাত্রদল নেতা নাহিদের শরীরে এসে লাগে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে বাকি আহতদের পরিচয় জানা যায়নি।’

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা পাঁচরুখী মহাসড়কে অবস্থান করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আমরা তাদের সরে যেতে বললেও তারা রাস্তা ছাড়েনি। একপর্যায়ে আমরা তাদের রাস্তা থেকে তুলে দেই। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।’

ওসি আরও বলেন, ‘ঘটনার সময় পুলিশ ৪০ রাউন্ড গুলি ও তিনটি  টিয়ার শেল নিক্ষেপ করে। আমাদের তিন সদস্য আহত হয়েছেন।’ 

আমাদেরকাগজ/এইচএম