রাজনীতি ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০৭:৪৮

সাবেক ছাত্রলীগ নেতাদের মিলনমেলায় মুখর সুবর্ণগ্রাম 

নিজস্ব প্রতিবেদক :  মিছিলের সামনে থেকে গলা ছেড়ে স্লোগান দেয়া, রাত জেগে ব্যানার-ফেস্টুন লিখে বলিষ্ঠ কন্ঠে আন্দোলনে নেতৃত্ব দেয়া, কখনো পুলিশের লাল চোখের সামনা-সামনি কখনোবা জেলের আলো-আধারির দেয়াল। গল্পের ফোয়ারা যেন এভাবেই ফুটছিলো ঢাকার অদূরে রূপগঞ্জের সুবর্ণগ্রাম রিসোর্টে। বাংলাদেশের বৃহৎ সংগঠন ছাত্রলীগের সাবেক ছাত্র নেতাদের মিলনমেলায় গল্পগুলো এভাবেই প্রাণ পেয়েছিলো। 

শীতের শেষ ভাগ আজ শনিবার (১১ ফেব্রয়ারি) ছাত্রলীগের সাবেক নেতারা মিলিত হন ঢাকার অদূরে রূপগঞ্জের সুবর্ণগ্রাম রিসোর্টে। প্রায় দেড় হাজার নেতাকর্মীর উপস্থিতিতে মিলন মেলাটি যেন এক আনন্দ উৎসবে রুপ নেয়। এতে ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন। 

রাজধানীর বিভিন্ন স্থান থেকে সাবেক ছাত্রনেতাদের নিয়ে এ মিলন মেলার যাত্রা শুরু হয় সকালেই। জাতীয় সংসদ ভবনের ন্যাম ফ্লাটের সামনে থেকে ৮ টি গাড়ি,  ধানমন্ডি আওয়ামী লীগ অফিসের সামনে থেকে ৪ টি গাড়ি, টিএসসি থেকে ১ টি গাড়ি  রূপগঞ্জের ভুলতা গাউসিয়া-সুবর্ণগ্রাম রিসোর্টে গাড়ি পৌঁছে যায়। সকালে নাস্তার পর নানা আয়োজনে মেতে থাকেন সাবেক ছাত্রনেতারা। তাদের গল্প গান আড্ডায় মুখর হয়ে উঠে সুবর্ণগ্রাম রিসোর্ট।

অতীত-বর্তমানের মিশেলে গল্পমুখর হয়ে উঠে প্রতি মুহূর্ত। স্মৃতিকাতর হয়ে পড়েন সবাই। সাবেক ছাত্রনেতাদের বেশির ভাগ এখনো রাজনীতির সাথে জড়িত থাকলেও অনেকে চাকরি বা ব্যবসায় জড়িয়ে পড়েছেন। তবে সব ভুলে তারা সেই রাজপথের স্লোগান দেয়া সময় গুলো ফিরিয়ে আনলেন চিত্রপটে। কাধে কাধ মিলিয়ে স্লোগান দেয়া, কখনো পুলিশের দৌড়ানি কিংবা কখনো রাত ভোর করে দেয়া সময় গুলো। কি ছিল না গল্পের প্রতি লাইনে। এসব গল্প করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই। 

ছাত্রলীগের সাবেক নেতাদের মিলন মেলায় মন্ত্রী পষিদের সাবেক সচিব কবির বিন আনোয়ার, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, বদিউজ্জামান সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমসহ কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা মহানগর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন স্তরের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

সাবেক ছাত্রলীগ নেতাদের এক ছাদের নিচে আনা ও আয়োজনের কাজটি করেছেন সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন হেলাল, হেমায়েত উদ্দিন, মোস্তাফিজুর রহমান জাহান, সাজ্জাদ হোসেন, তৌফিদুল ইসলাম বুলবুল, আরিফুল ইসলাম বাপ্পি, রাজিব হোসেন প্রমুখ। 

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় নেতা এবিএম মাজহার, সাইফুল ইসলাম, রাশিদুল বাসার ডলার, ইসতিয়াক শিমুল, খায়রুল ইসলাম জুয়েল, জোবায়দুল হক রাসেল, সগীর আহমেদ, আরিফুজ্জামান টুটুল, দেলোয়ার হোসেন ফারুক, মেহেদী হাসান রনি, মশিউর রহমান রুবেল, শারমীন আক্তার, নিজাম চৌধুরী, শিহাব উদ্দিন, অসীম কুমার, মিজানুর রহমান জনি, নুরজাহান আক্তার সবুজ, শারমীন, নিঝুম, তানিয়া, মিরাজ হোসেন, সোহেল তালহা ও আলমগীর হোসেন প্রমুখ।

 

 

আমাদের কাগজ/টিআর