সোশ্যাল মিডিয়া ২০ নভেম্বর, ২০১৯ ০২:৫৯

সোশ্যাল মিডিয়ায় শুধু ছবি পোস্ট করেই যা অর্থ আসে

সোশ্যাল মিডিয়া ডেস্ক।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল-মিডিয়ায় ইনফ্লুয়েন্সার বা প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের প্রতি ছবি, পোস্ট থেকে আয়ের পরিমাণ বেড়েছে।

মার্কেটিং ফার্ম ইজেয়া ফার্মের অনুসন্ধানে দেখা যায়, ইনস্টাগ্রামে স্পন্সর ছবি পোস্টের জন্য এসব তারকাদের যে অর্থ দেওয়া হতো তা এখন এক লাফে অনেক বেড়ে গেছে। প্রতিবেদন অনুযায়ী, এসব তারকরা ইনস্টাগ্রামে একটি স্পন্সর ছবির জন্য ২০১৪ সালে ১৩৪ মার্কিন ডলার নিতেন। যা পাঁচ বছরের ব্যবধানে ২০১৯ সালে এসে এক হাজার ৬৪১ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। তবে বিভিন্ন ব্র্যান্ডগুলোই এসব তারকাদের পোস্ট, ভিডিও, স্টোরিজ এবং ব্লগ লেখার জন্য স্বেচ্ছায় বেশি অর্থ দিচ্ছে। 

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের আয় বেড়ে যাওয়া নিয়ে একজন বিশেষজ্ঞ মন্তব্য করছেন, ‘এর ফলে ট্রেডিশনাল বিজ্ঞাপনে যে অর্থ ব্যয় হচ্ছে না বিষয়টি এমন নয়।’

সোশ্যাল বেকার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ইতজিহাক জানান, ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডিশনাল বিজ্ঞাপনের মধ্যে সর্বদা একটি মিশ্র প্রক্রিয়া থাকবে এবং এটাই স্বাভাবিক।

জই সাগ, রিতা এবং হোসিয়ে সহ আরও ১৬ জন ব্যক্তিত্ব রয়েছে যাদের ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিতি রয়েছে। তারা তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ছবি বা পোস্ট করার জন্য অর্থ পান।

প্রসঙ্গত, জনপ্রিয় ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে যাদের সর্বনিম্ন এক লাখ ফলোয়ার থাকে তাদেরকে ইনফ্লুয়েন্সার বলা হয়।