বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ১০ নভেম্বর, ২০২০ ০১:১৮

৭ বছর পর মাইক্রোসফটের গেইমিং কনসোল

টেক ডেস্ক

প্রথম গেইমিং কনসোল উন্মোচনের প্রায় সাত বছর পর নতুন এক্সবক্স বাজারে আনছে মাইক্রোসফট। বাজারে দখল বাড়ানোর লক্ষ্যেই এই কনসোলটি উন্মোচন করেছে সফটওয়্যার জায়ান্টটি।

আজ মঙ্গলবার নতুন গেইমিং কনসোলের দুইটি মডেল উন্মোচন করেছে মাইক্রোসফট। ৪৯৯.৯৯ মার্কিন ডলার মূল্যের এক্সবক্স সিরিজ এক্স মডেলটিকে “বিশ্বের সবচেয়ে শক্তিশালী কনসোল” হিসেবে বর্ণনা করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। আর এক্সবক্স সিরিজ এস-এর বাজার মূল্য ২৯৯.৯৯ ডলার। খবর রয়টার্সের।

এই প্রথম বিশ্বজুড়ে একই দিনে গেইমিং কনসোলটি বাজারে এনেছে মাইক্রোসফট। এক্সবক্স কনসোলটির জন্য ইতিমধ্যে সর্বোচ্চ প্রি-অর্ডার এসেছে বলে দাবি মাইক্রোসফটের।

সনির প্লেস্টেশনের আধিপত্য ভাঙতে মাইক্রোসফটের সবচেয়ে বড় অস্ত্র ‘এক্সবক্স গেইম পাস’। প্রতিষ্ঠানের এই নিবন্ধন সেবার আওতায় রয়েছে নতুনসহ একশ’র বেশি গেইম। মাইক্রোসফটের এই সেবা উন্মোচনের পর থেকে এটির গ্রাহক সংখ্যা দ্রুত বেড়ে দেড় কোটি ছাড়িয়েছে।