মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, গবেষণায় দেখা গেছে শূন্য থেকে চার বছরের মধ্যে শিশুর ৮০ শতাংশ শারীরিক ও মানসিক বিকাশ সাধিত হয়। এ সময় মা যদি পুষ্টিকর খাবার না খায় তাহলে শিশু অপুষ্টিতে ভোগে এবং তার শারীরিক ও মানসিক বিকাশ সাধিত হয় না।
এই সমস্যা সমাধানে সরকার বর্তমানে বাংলাদেশের প্রায় ৮ লাখ দরিদ্র মাকে প্রতি মাসে ৫০০ টাকা করে ২ বছর ভাতা প্রদান করে।
তিনি বলেন, এই ভাতা প্রদানের উদ্দেশ্যে হলো শূন্য থেকে ২ বছর মেয়াদে শিশুর বিকাশে সহযোগিতা করা। কিন্তু দুই বছর পরে এই ভাতা বন্ধ করে দিলে শিশুর বিকাশ বাধাগ্রস্ত হতে পারে তাই সরকার ভাতা প্রদানের মেয়াদ ৪ বছর করার চিন্তা-ভাবনা করছে।
বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সামাজিক নিরাপত্তা স্ট্রাটিজি বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের করণীয় বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।